| মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১৪ জানুয়ারি : ব্যালন ডি অ’র জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। এর আগে কৌতুহল ছিলো কে জিতবে ব্যালন ডি অ’র? রোনালদো-মেসি না রিবেরি? এর প্রশ্নের অবসান ঘটলো।
মেসি ভক্তদের স্বপ্ন ছিলো, পঞ্চমবারের মতো বিশ্বসেরার পুরস্কার পেতে যাচ্ছেন গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা জয়ে দারুণ অবদান রাখা বার্সেলোনা তারকাই।
কেউ বা বাজি ধরছে গত মৌসুমে জার্মানির প্রথম দল হিসেবে ‘ট্রেবল’ জয়ী বায়ার্ন মিউনিখের মূল কারিগর ফরাসি ফরোয়ার্ড ফ্রাঙ্ক রিবেরির পক্ষে।
আরেক পক্ষের দাবি ছিলো, যেহেতু এটা একক কৃতিত্বের স্বীকৃতি সুতরাং ফিফা বর্ষসেরার মূল দাবিদার রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। কারণ গত বছরের ব্যক্তিগত পারফরমেন্সের তুলনায় পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর ধারে কাছে নেই কেউ। আর এটিই শেষতো সত্য হলো।
বছরজুড়ে ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে অবশ্য রোনালদোই অনেকখানি এগিয়ে ছিলেন। বিবিসি স্পোর্টসের হিসেব অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচে ৬৬ গোল করেছেন রোনালদো। গোলে সহায়তা করেছেন ১৫টি। ব্যর্থতা শুধু এক জায়গায়- ক্লাবের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি তিনি।
তবে দেশকে ব্রাজিল বিশ্বকাপের টিকিট পাইয়ে দিতে সুইডেনের বিপক্ষে বাছাইপবের্র প্লে-অফে করেছিলেন অসাধারণ এক হ্যাটট্রিক।
Posted ১১:২৪ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin