নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ জুন ২০২৩ | প্রিন্ট
ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’ অর পুরস্কার কার হাতে উঠছে, সেটি দেখার জন্য সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। চলতি বছরের ব্যালন ডি’অর প্রদানের তারিখ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সামাজিক মাধ্যমে ‘ফ্রান্স ফুটবল’জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে এক জমকালো আয়োজনে ২০২২-২৩ মৌসুমের ব্যালন ডি’অর বিজয়ীর নাম প্রকাশ করা হবে।
অবশ্য তার আগে ৬ সেপ্টেম্বর পুরস্কারটির জন্য মনোনীত ফুটবলারদের নাম প্রকাশ করবে তারা। যেখানে পুরুষ বিভাগে বর্ষসেরা নির্বাচনের জন্য ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। যাদের মধ্যে একজনের হাতে উঠবে ২০২৩ সালের ব্যালন ডি’অর।
প্রসঙ্গত, ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার পর অনেকে মনে করছেন অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন লিওনেল মেসি। তবে অনেকের চোখে এগিয়ে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ড। সূএ : বাংলাদেশ প্রতিদিন
Posted ০৬:২২ | শনিবার, ১০ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain