নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
বোস-আইনস্টাইন পরিসংখ্যানের শতবর্ষ উদযাপন: ঢাকার ঐতিহ্য’ শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ রাজধানীর একটি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ এবং বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং কলকাতার এসএনবিএনসিবিএস-এর সাবেক অধ্যাপক পার্থ ঘোষ বক্তব্য রাখেন।
Posted ০৮:০২ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain