নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার অন্যতম শীর্ষ কমান্ডার এবং গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্র, রকেট ও বিস্ফোরক বিভাগের প্রধান ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে লেবাননের রাজধানী বৈরুতের শহরতলী এলাকা দাহিয়েতে হামলায় কুবাইসিসহ হিজবুল্লার অপর দুই জ্যেষ্ঠ কমান্ডারও নিহত হয়েছেন। এ দু’জনের নাম বিবৃতিতে প্রকাশ করা হয়নি, তবে বলা হয়েছে- নিহত দুই কমান্ডার কুবাইসির সহচর ছিলেন।
হিজবুল্লাকে দমন করতে ২৩ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় সকালে লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেশ কিছু শহর ও গ্রামে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে নিহত হন মোট ৫৫৮ জন। ১৯৯০ সালে গৃহযুদ্ধ অবসানের পর লেবাননে এটিই সবচেয়ে প্রাণঘাতী দিন। ইসরায়েল দাবি করেছে, তারা লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অতর্কিত এ হামলার জবাবে মঙ্গলবার উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের হাইফা, সাফেদ এবং নাজারেথ অঞ্চলে প্রায় ৩০০ রকেট ছোড়ে হিজবুল্লাহ।
এদিকে, বৈরুতে ইসরায়েলের হামলায় ছয়জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বৈরুতে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
লেবাননে ইসরায়েলের রক্তক্ষয়ী হামলায় উদ্বিগ্ন বিশ্বনেতারা ও জাতিসংঘ আঞ্চলিক সংঘাত ও মানবিক বিপর্যয় ঠেকাতে সব পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই আরো তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে তারা।
Posted ০৮:২২ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain