নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বেনাপোল পোর্ট থানা পুলিশ থানার বালুন্ডা গ্রামের একটি পুকুরের পাশ থেকে ১৬টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে। শনিবার বিকালে ককটেলগুলো উদ্ধার করা হয়।
পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সুত্রে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বেনাপোল থানাধীন বালুন্ডা বাজারের পশ্চিম পাশে বালুন্ডা-বারপোতা সড়কে একটি পুকুর পাড়ের বাঁশবাগানের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় কস্টেপ মোড়ানো ১৬টি ককটেল উদ্ধার করা হয়। কে বা কারা ককটেলগুলো রেখেছে তদন্তপূর্বক জানা যাবে।
পুলিশ আরও জানায়, খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত করে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ০৬:৩১ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain