নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩১ মে ২০২৪ | প্রিন্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই প্রথম আসর থেকেই খেলছেন সাকিব আল হাসান। ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই সংস্করণের বিশ্বকাপে সবগুলো আসরে খেলেছেন তিনি। সবমিলিয়ে এই ফরম্যাটের বিশ্বকাপ বেশ উপভোগ করেন টাইগার এই অলরাউন্ডার।
বিসিবির প্রকাশিত ভিডিওতে আজ শুক্রবার কথা বলেছেন সাকিব। সেখানে জানিয়েছেন, ‘আমার কাছে মনে হয় এটা ওয়ানডেরই বর্ধিত সংস্করণ। ওভার কাটলে যেটা হতো সেটাই। অনেক রোমাঞ্চকর। দর্শকেরা অনেক পছন্দ করেন। আমি একটি জিনিসই শুধু মনে করি যে ব্যাট ও বলের যেন সমান প্রতিযোগিতা এখানে থাকে। যেকোনো একতরফা যেন টুর্নামেন্টটা না হয়। সাধারণত বিশ্বকাপে কখনোই সেটা হয় না। আমি মনে করি এবারও একইরকম হবে।
আমেরিকায় প্রচুর বাঙালি দর্শক আছে। সাকিবের বিশ্বাস তারা সমর্থন দিতে মাঠে আসবে। তিনি বলেন, ‘প্রচুর বাংলাদেশি দর্শক সেখানে অপেক্ষা করছে। আশা করি তারা পূর্ণ সমর্থন দেবে আমাদের। তাদের এই সমর্থন আমাদের কাজে আসবে এবং আমরা ভালো ফল পেতে সমর্থ হব।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের লক্ষ্য প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না। একটি জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি।’
Posted ১০:০৪ | শুক্রবার, ৩১ মে ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain