নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বিয়ে বাড়ি হইচই। বর এলো, বর এলো! অবশেষে বর এলেন। কিন্তু কফিন বন্দি হয়ে। মুখ থমথমে করে কফিনভর্তি বর নিয়ে বিয়ে বাড়িতে ঢুকতেই হতবাক সবাই। অবশেষে সবাইকে চমকে দিয়ে কফিনের ডালা খুলে বেরিয়ে এলেন বর। এরপরই বরের বন্ধুদের মধ্যে পড়ে গেল হাসির রোল।
আমেরিকার নিউ ইয়র্কের একটি বিয়ের অনুষ্ঠানের এমন ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, কফিনের ডালা খুলে বর বেরোতেই কনেবাড়ির সদস্যরা অবাক হয়ে পড়েন। বরের এমন মজা বুঝতে কনেবাড়ির সময় লাগে খানিকটা। এরপর হাসির রোল পড়ে যায়। পরে সাদর আমন্ত্রণ জানানো হয় বরপক্ষকে।
এদিকে এমন মজার ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে শেয়ার করেন সামাজিকমাধ্যমে। এখন পর্যন্ত লাখ লাখ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। বিয়ের দিন বরের এমন রসিকতাকে অনেকে যেমন সাধুবাদ জানিয়েছেন। অনেকেই আবার এ ঘটনাকে কনেবাড়ির জন্য অসম্মানজনক বলে মন্তব্য করেছেন।
Posted ১৫:০৪ | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain