শনিবার ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়েতে কী উপহার দেবেন?

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

লাইফস্টাইল ডেস্ক : শীতের সঙ্গে বিয়ের যোগসূত্র বেশ পুরনো। বছরের এই সময়টায় এসে বিয়ের উৎসবের হার তুলনামূলক বেড়ে যায়। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন কিংবা পরিচিতদের অনেকেই বিয়ের পিঁড়িতে বসেন। শীতকালে বিয়ের দাওয়াতও খাওয়া হয় বেশি। কিন্তু বিয়ের নিমন্ত্রণে নবদম্পতির জন্য কী উপহার নিয়ের যাবেন তা নিয়ে দোটানায় থাকেন অনেকে।

 

বিয়ের উপহারের ক্ষেত্রে শখ আর প্রয়োজন দুটো বিষয়কে মাথায় রাখা উচিত। উপহার হিসবে এমন কিছু দেওয়া উচিত যা নবদম্পতির কাজে লাগবে কিংবা তাদের পছন্দের। এমন কিছু উপহার সম্পর্কে চলুন জেনে নিই-

নগদ অর্থ 

বিয়ের জন্য সবচেয়ে ভালো উপহার হতে পারে নগদ অর্থ। যদি কাছের কারোর বিয়ে হয় তাহলে অর্থ উপহার দিন সুন্দর খামে ভরে। বিয়েতে প্রচুর খরচ থাকে। তাই অর্থ পেলে পরিবারের কিছুটা উপকার হয়। আবার নবদম্পতিও অর্থ দিয়ে নতুন সংসারে প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন।

পোশাক বা মেকআপ কিট 

বিয়েতে উপহার হিসেবে পার্স, বড় ব্যাগ কিংবা বিশেষ কোনো মেকআপ কিট উপহার দিতে পারেন। বরকে দেওয়া যেতে পারে পাঞ্জাবি। কনেকে শাড়ি। তবে পোশাক দেওয়ার ক্ষেত্রে বর-কনে কী ধরনের পোশাক বা কোন রঙ পছন্দ করেন তা মাথায় রাখা জরুরি।

kitchen

সংসারের প্রয়োজনীয় জিনিস 

নতুন সংসারের জন্য দরকারি অনেক কিছুই দেওয়া যেতে পারে বিয়েতে। ব্লেন্ডার, জুসার, গ্রাইন্ডার, টোস্টার, রাইস কুকার, ননস্টিক সেট, হটপট, ওয়াটার ফিল্টার, ভ্যাকুয়াম ক্লিনার, ইস্ত্রি কিংবা বিছানার চাদর, কুশন কভার, কম্বল ইত্যাদি দিতে পারেন।

 

ছবি সম্বলিত কফির মগ 

বর-কনের জন্য কফির মগ দিতে পারেন। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছবি দৃশ্যমান হবে, এমন মগ অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। আজকাল অনলাইনেও এসব মগের অর্ডার দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও চায়ের কাপের সেট, ছুরি-কাঁটাচামচের সেট বা ডিনার সেটও দেওয়া যেতে পারে।

Kitchen-Appliances

কয়েকজন মিলে উপহার 

কয়েকজন মিলে বড় কিছুও উপহার দিতে পারেন। যেমন- এলইডি টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি। এছাড়া ছোটখাটো কোনো আসবাবও হতে পারে অন্য রকম এ উপহার। কোনো বন্ধুর ছবি তোলার শখ থাকলে তার বিয়েতে ডিএসএলআর ক্যামেরা উপহার দিতে পারেন। বিশেষ কোনো বই, এমনকি বুকশেলফও দেওয়া যেতে পারে।

টিকিট 

নবদম্পতির মধুচন্দ্রিমার টিকিট উপহার দিতে পারেন। বর-কনের সঙ্গে কথা বলে তাদের সুবিধা মতো সময়ে মধুচন্দ্রিমার যাবতীয় ব্যবস্থা করে দিতে পারেন। এটিও সুন্দর বিয়ের উপহার হতে পারে।

voucher-05

ভাউচার 

অনলাইন কেনাকাটার ভাউচার এখন বেশ ট্রেন্ডি। নামী শপিং ওয়েবসাইট থেকে নবদম্পতির জন্য ভাউচার উপহার দিতে পারেন। তারা তাদের পছন্দমতো উপহার কিনে নিতে পারবেন। আপনার দেওয়া উপহার তাদের পছন্দ হল কি না, সেই সংশয় আর থাকবে না এ ক্ষেত্রে।

উপহারের ডালা 

বিয়েতে উপহারের ডালা উপহার দিতে পারেন। বর-কনের প্রয়োজনীয় কিছু জিনিস ডিজাইন করা বাক্সে বা ঝুড়িতে সাজিয়ে দিতে পারেন। উপহারের সঙ্গে নানা রকমের সাজানোর জিনিস দিয়ে কোনো থিমও বানিয়ে তাক লাগিয়ে দিন নবদম্পতিকে।  সূূএ :ঢাকা মেইল ডটকম

Facebook Comments Box
advertisement

Posted ০৭:১৭ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com