ফজলুল হক, লন্ডন : গত ১৪ই জুলাই রবিবার ৫ই রমজান ইস্ট লন্ডনের ক্যাফেগ্রীল রেষ্টুরেন্ট এ বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ কে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
জনাব মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাক দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট এর নির্বাহী মেয়র জনাব লুৎফুর রহমান।
আর ও বক্তব্য রাখেন ট্রেজারার মামুন রশীদ, মারুফ চৌঃ,মুজিবুর রহমান, কাউনসিলার রাজিব আহম্মদ,অহিদ উদ্দিন,আশরাফ উদ্দিন, শাহনুর প্রমুখ।
বিশেষ দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান চৌঃ
For News : news@shadindesh.com