সময়টা ২০০৯ সাল। সবে বিয়ের মাত্র দুই বছর পার হলো। অপরা উইনফ্রের অনুষ্ঠানে হাজির অভিষেক-ঐশ্বরিয়া। সেখানে তাদের বিয়ের বেশকিছু মুহূর্ত তুলে ধরা হয়। জমকালো বিয়ের ঝলক দেখে অবাক হয়েছিলেন অপরা। অভিষেকের মুখে বিবরণ শুনে তিনি জানতে চান, এত জাঁকজমক অনুষ্ঠান করে বিয়ে করার পর বিবাহবিচ্ছেদ হলে তা নিশ্চয়ই দম্পতির জন্য খুব কঠিন হয়ে ওঠে?
সঞ্চালিকার এমন প্রশ্ন শুনে প্রায় গর্জে ওঠেন ঐশ্বরিয়া। প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই ধরনের ভাবনা মাথাতেই আসতে দিই না। বিয়ে মানেই পরস্পরের প্রতি সারা জীবনের প্রতিশ্রুতি। পরিবারের সঙ্গে থাকার মধ্যেই রয়েছে আনন্দ।
প্রসঙ্গত, ১ নভেম্বর ৫২ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। ১৯৭৩ সালের এই দিনে কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্ম হয় তার। ১৯৯৪ সালের ‘মিস ওয়ার্ল্ড’ জিতে চলে আসেন পাদপ্রদীপের আলোয়। এর তিন বছর পর অভিনয়ে নাম লেখান ঐশ্বরিয়া। এরপর পেরিয়ে গেছে দুই যুগেরও বেশি সময়। এখনো সমানতালে দ্যুতি ছড়াচ্ছেন সাবেক এই বিশ্বসুন্দরী।