এস.এম.জুবাইদ, পেকুয়া(কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পর্শে মোহাম্মদ জিহান(১২) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সে পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী মাতবর পাড়া এলাকার মোহাম্মদ নেজাম উদ্দিনের কনিষ্ঠ পুত্র। ১০ ফেব্রুয়ারী ৯.৩০ মিনিটে পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী মাতবর পাড়া এলাকায় নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শিশুটির পিতা ভ্যানগাড়ী চালাতে যায়। তার মা তাকে ঘরে রেখে একটু দূরে একটি ঘরে কাজে যায়। এ সুযোগে সে ছুরি দিয়ে ঘরের একটি বৈদ্যুতিক তার কাটার চেষ্টা করে। এসময় তাকে বিদ্যুৎস্পর্শ করে তার আতৎচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে বিষয়টি দেখতে পায়। পরে উদ্ধার করে পেকুয়ার একটি প্রাইভেট ক্লিনিকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং শোকাহত পরিবারের প্রতি তিনি গভীর শোক প্রকাশ করেছেন।