
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ জুলাই ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমরা বহুবার বলেছি যার জন্ম অবৈধ পন্থায় তারা কখনো গণতন্ত্রে, শান্তিতে বিশ্বাস করে না; তাদের আচরণে এটা বারবার প্রমাণ হয়েছে। গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি পদযাত্রার নামে ভাঙচুর, জ্বালাও-পোড়াও করেছে। এর মধ্য দিয়ে বিএনপি যে সন্ত্রাসী দল সেটা আবারো প্রমাণিত হয়েছে।
আজ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর সাতরাস্তা মোড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, বিএনপি নেতাকর্মীরা আজকেও হাতে লাঠি নিয়ে মিছিল করছে। এই লাঠি দিয়ে কি আপনারা ভয় দেখান, না ভয় পান?
হানিফ বলেন, পরিস্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া দল। গুলির মুখে লড়াই-সংগ্রাম করে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। এই লাঠি দিয়ে ভয় দেখাতে যাবেন না, উল্টো বিপদে পড়বেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষেপে গেলে পালানোর সুযোগ পাবেন না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে হানিফ বলেন, আহ্বান জানাব নির্বাচনে আসুন। জনগণের ম্যান্ডেট পেলে আপনারা ক্ষমতায় আসবেন।
হানিফ বলেন, বিএনপি আসলে নির্বাচনে বিশ্বাস করে না। নির্বাচন বানচাল করার জন্য এ ধরণের আন্দোলন করছে। তাদের লক্ষ্য মারামারি, সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা, আগুন সন্ত্রাস করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি। তাদেরকে বলবো আপনারা রাজনৈতিক দল। নির্বাচনে আসুন। নির্বাচনে এসে প্রমাণ করুন জনগণ আপনাদের পাশে।
সমাবেশে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
Posted ১৬:২২ | বুধবার, ১৯ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain