নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক মন্ত্রী মীর নাসির উদ্দীনকে আইসিইউতে নেওয়া হয়।
বুধবার (৪ সেপ্টেম্বর) তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান একথা জানিয়েছেন।
শায়রুল কবির জানান, বিএনপি নেতা মীর নাসির উদ্দীনকে গত ১ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
শায়রুল কবির জানান, মীর নাসিরের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
Posted ০৮:২২ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain