| বুধবার, ২৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
২৯ জানুয়ারি: প্রহসনের নির্বাচন জনগণ বয়কট করেছে বলেও মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অব. আ স ম হান্নান শাহ বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি কোনো ভুল করেনি । বর্তমান সরকারকে একটি তত্ত্বাধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে অবিলম্বে নির্বাচন দেয়ারও দাবি জানান তিনি।
বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের কাছে কাছে এক প্রতিক্রিয়ায় হান্নান শাহ এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, “বর্তমান সরকার একটি কৃত্রিম সরকার। তারা বিরোধী দলের নেতাকর্মীদের আটকে রেখে হাস্যকর নির্বাচন করেছে। নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেনি। “
এর আগে মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তিনি মুক্তি পান হান্নান শাহ। কারাগার থেকে বের হলে হান্নান শাহেক ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, হান্নান শাহের স্ত্রী নাহিদ হান্নান, ছেলে শাহ রেজাউল হান্নান, কাজী মাহমুদ হাসান, গাজীপুর ও কাপাসিয়া বিএনপির নেতা-কর্মীরা।
আগে গত ২৫ নভেম্বর রাত নয়টার দিকে জাপান দূতাবাসের সামনে থেকে হান্নান শাহকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশকে ঘিরে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। সোমবার তার বিরুদ্ধে দায়ের করা সবকটি মামলায় তিনি জামিন লাভ করেন।
Posted ১১:০০ | বুধবার, ২৯ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin