
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা- সার্বভৌমত্ব যতদিন আছে, ততদিন আমরা লড়ে যাবো। বিএনপির স্বপ্নের বেলুন চুপসে যাবে। সমাবেশে কিছু লোক দেখে মির্জা আব্বাস চাঁদ রাতের স্বপ্ন দেখছেন।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা আওয়ামী লীগের দখলে থাকবে। ২০০১ সাল ভুলে যান। কারো গায়ে আঘাত করলে, পালটা আঘাত হবে। কোনো অবস্থায় ছাড় হবে না।
মঙ্গলবার কেরাণীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ থেকে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপরাজনীতিকে প্রশ্রয় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সেতুমন্ত্রী বলেন, শিগগিরই রাজনীতির খেলা শুরু হবে।
ওবায়দুল কাদের বলেন, একাত্তরেও মার্কিন নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামানা যায়নি। আজও আমাদের থামানো যাবে না। আমরা কারো দেশের নিষেধাজ্ঞা মানি না, মানবো না। সংবিধানই আমাদের সব।
Posted ১৭:০৭ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain