রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে এবার বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বসছে বিএনপি। শুক্রবার (২৭ মে) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি। প্রথমদিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাগরিক ঐক্যের কার্যালয়ে গিয়ে বৈঠক করে।