নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ | প্রিন্ট
বিএনপির সঙ্গে বৈঠক করবে ঢাকায় সফররত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের প্রতিনিধি দল। শনিবার (১৫ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির জানান, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেবেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহদুদ চৌধুরীও তাদের সঙ্গে উপস্থিত থাকবেন।
Posted ১৭:২৫ | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain