
| বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ | প্রিন্ট
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, দেশের মানুষ আজকে শিকলবন্দি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। গণতন্ত্র নাই, মানুষের অধিকারও নাই। এই সকল কিছুর জন্য গায়ের জোরের সরকার দায়ি। বিএনপির নেতৃত্বে একটি গণঅভ্যুত্থান গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে রংপুর বিভাগীয় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, আমাদের দাবি হবে, গায়ের জোরের সরকারের পদত্যাগ, দেশনেত্রীকে মুক্তি, গণতন্ত্র ও নিরপেক্ষ সরকার গঠন ও তারেক রহমানকে মামলা থেকে মুক্তি দিয়ে দেশে ফিরে আনার আন্দোলন।
তিনি বলেন, এই গায়ের জোরের সরকার একটি গণহত্যা মামলায় তারেক রহমানকে সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বধায়ক সরকার, গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে মুক্ত করে স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিতে দাবিতে লালমনিরহাট থেকে গণআন্দোলন শুরু হলো। আপনারা গণআন্দোলন চালিয়ে যাবেন। বিজয় আমাদেরই হবে।
Posted ১৭:২৮ | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain