
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এদেশের সিংহভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। বিএনপির দুই শীর্ষ নেতাই দণ্ডপ্রাপ্ত। তাদের ওপর জনগণের কোনো আস্থা নেই।
আজ কুষ্টিয়ার সাংবাদিকদের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী কুষ্টিয়ার সংবাদ দাতাদের ঈদ উপহার দেন।
হানিফ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবা স্বপ্ন দেখছেন। তা না হলে তিনি কীভাবে বলেন জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক নেই? সম্পর্ক আছে বলেই এখনো এ সরকার টিকে আছে।
হানিফ বলেন, বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে, এটা হাস্যকর। এটা নিয়ে জনগণ কিংবা সরকার কেউই মাথা ঘামাচ্ছে না।
বিএনপির লবিস্ট নিয়োগ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, অতীতেও দলটি লবিস্ট নিয়োগ করেছিল। এটি করে দেশ ধ্বংসের চক্রান্ত করা বিএনপির কাছে নতুন কিছু নয়।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে শহরে হানিফের নিজ বাসভবনের সামনে মোট ৮০ জন সাংবাদিকদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও জেলা আওয়ামী লীগের নেতারা।
Posted ১৫:৪৭ | মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain