নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ আগস্ট ২০২৪ | প্রিন্ট
বিএনপিতে কোনো দুষ্কৃতকারী ও লুটেরাদের স্থান নেই বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি।
তিনি বলেন, কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে লুটপাট চালায়, অরাজকতা করে তাহলে তাদের আটক করে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের খবর দেবেন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।
শনিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামটরে আতঙ্কিত নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন ব্যবসায়ী এবং জনসাধারণের উদ্দেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
রবিউল ইসলাম রবি বলেন, বিএনপি জনগণের পাশে আছে। আপনাদের অভয় দিয়ে যাচ্ছি, আমরা আপনাদের নিরাপত্তা দেব। পাশাপাশি আপনাদেরও দায়িত্ব আছে। লুটতরাজকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
এ সময় উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল প্রমুখ।
Posted ১৩:৩৪ | শনিবার, ১০ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain