নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে ‘বেকুব’ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বুধবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ৭ জানুয়ারি নির্বাচন ছিল স্বাধীনতা রক্ষার নির্বাচন। ভোটাররা ভোট কেন্দ্রে আসেননি। আরে বেকুব। তোমাদের জিয়াউর রহমান হ্যাঁ-না ভোট করেছিল। এক পার্সেন্ট ভোট পড়েনি। আরে বেয়াকুবের দল তোমরা ভুলে গেছো।
তিনি বলেন, আমরা সন্ত্রাস চাই না। অগ্নিসন্ত্রাস চাই না। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনা সম্বলিত একটি পার্লামেন্ট। এবারের পার্লামেন্ট হলো অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করে এমন একটা পার্লামেন্ট গঠিত হয়েছে।
নানক বলেন, শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করে ঐতিহাসিক যাত্রা শুরু হলো।
তিনি বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি মানুষকে জ্বালিয়ে হত্যা করে, পুড়িয়ে হত্যা করে। বাংলার মানুষ পরিষ্কার রায় দিয়েছে, বাংলার মাটিতে তাদের ঠাঁই নেই, ঠাঁই নেই।
Posted ১৬:০১ | বুধবার, ১০ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain