নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : গত ২৮শে জুলাই রবিবার বেলা ১২ টায় বার্মিংহামের আস্টন্থ স্থা্নীয় একটি ব্যাংক্রুইটিং হলে আতাউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও মোহাম্মদ তুফায়েল আহমেদের পরিচালনায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নজমুল হোসাইন।
আজকের শিশু আগামীর ভবিষ্যত এই স্লোগানকে সামনে রেখে বার্মিংহামে বসবাসরত শিশু-কিশোরদেন নিয়ে এক ইসলামীক টেলেন্ট শো‘’র আয়োজন করা হয়।
কুমলমতি শিশুদের কোরআনের তেলা্ওয়াত ও ইসলামীক সংগীতের সুরের র্মূছনায় আগত সকলকে মুহিত করে তুলে । ক্ষুদে ক্ষুদে শিশুদের ইসলামীক জ্ঞান সর্ম্পকীয় নাটকটি আমন্ত্রিত অতিথিদের আকর্শিত করে তুলে।
অনুষ্টানে নজমুল হোসাইন বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য সব বিষয়ে ভাল ফলাফলের জন্য মাহফুজা খন্দকারকে খুতবায় মোহাম্মদ হাসানকে কেরাত ও সুলাইমানকে ইসলামীক গজলে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্টান উপলক্ষ্যে বিশেষ ঈদ বাজারের আয়োজন ও ছিল আগতদের জন্য।
For News : news@shadindesh.com