
জয়নাল ইসলাম, বার্মিংহাম : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান এর সমর্থনে এক মতবিনিময় সভা করেছে বার্মিংহামে বসবাসরত প্রবাসী মৌলভীবাজার জেলাবাসী ।
গত ৯ই ফেব্রুয়ারী রবিবার রাতে বার্মিংহামের একটি রেস্টুরেন্টে উক্ত মতবিনিময় সভায় কমরেট মসুদ আহমেদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সাফায়েত কবীর পারভেজ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি লুথ্ফুর রহমান,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাসিত,কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল কাদির আবুল, হাবিবুর রহমান,সুয়েব আহমেদ,রাজু মিয়া সহ আরো অনেকে,বক্তারা মিজানুর রহমান মিজান কে মৌলভীবাজার বাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক,বিশিষ্ট সমাজ সেবক পরিছন্ন রাজনীতির অহংকার গণ মানুষের নেতা হিসেবে উল্লেখ করে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তার পক্ষে কাজ করে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।