| সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৪ | প্রিন্ট
বার্মিংহাম : বার্মিংহামে এনটিভি ইউরোপের মেগাকনসার্ট ২০১৪ সফল ভাবে সম্পন্ন হওয়ায় কমিউনিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করেছে এনটিভি ইউরোপ। বুধবাররাত্র ৮টায় বার্মিংহামের লেডিপোল রোডে গ্রামীনখানা রেষ্টুরেন্টে মেগাকনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা স্বরুপ কমিউনিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীকদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করে এনটিভি ইউরোপ। আমাদের নথ, নর্থ- ওয়েষ্ট ও মিডল্যান্ডস ব্যুারো প্রধান ফারছু আহমেদ চৌধুরী সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভি ডিরেক্টর মোস্তফা সরওয়ার।
তিনিবলেন, এনটিভিবর্তমানেইউরোপেরবাঙালীকমিউনিটিরপ্রাণের দাবী। প্রতিদিন ইউরোপের প্রতিটি বাঙালী তারঘরে এনটিভি প্রচারিত সংবাদ এবং বিভিন্ন অনুষ্ঠান দেখছে। আর এরই ধারাবাহিকতায় এনটিভি ইউরোপের মেগা কনসার্টেকেও প্রবাসী বাঙালীরা সফল করেছে।
এ সময় তিনি এ কনসার্টকে সফল করতে অংশ গ্রহনকারী সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন বলেন, এনটিভি মেগা কনসার্ট ২০১৪ ছিল বছরের শুরুতেই এনটিভি ইউরোপের একটি সফল আয়োজন যাছিল প্রবাসী বাংলাদেশীদের জন্য এনটিভিরএকটি উপহার। আর এ উপহার স্বাদরে গ্রহন করার জন্য তিনি ইউরোপের প্রতিটি বাঙালীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বার্মিংহাম, মিডল্যান্ডস, ব্রার্ডফোর্ডসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেস্টাতেই এ কনসার্টটি সফল হয়েছে।
এসময় আগত অতিথি ও বক্তাগণ, এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে, আগামী প্রযন্মের জন্য নিত্য নতুন সামাজিক-সাস্কৃতিক এবং শিক্ষনীয় অনুষ্টান নির্মান করার জন্য এনটিভিকে অনুরোধ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনএনটিভি ইউরোপের উপদেষ্টা নাজনিন হোসেন ও কামরুল হোসেন।
এসময় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, সুজাতুর রেজা, আকমলখান, মোহাম্মদ কবির উদ্দিন,রানা মিয়া, এম এ মুনতাকিম, কামরুল হাসান চুন্নু, হুমায়ূন কবির চৌধুরী, খসরু মিয়া, মকবুল চৌধুরী সহ আরো অনেকে।
Posted ১৫:১০ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin