নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ | প্রিন্ট
রাজধানী বাড্ডার সাঈদনগরে একটি ফার্নিচারের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, আগুন লাগার পর খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করে। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে আগুন লাগার খবরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
Posted ০৯:০৮ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain