
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের নির্বাচন সংবিধানের বিধান মোতাবেকই হবে, এক্ষেত্রে কোনো বিশেষ দল বা রাষ্ট্রের এজেন্ডা অনুসারে সরকার পরিবর্তন হবে না।
তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের পতন ঘটিয়ে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তা এদেশের স্বাধীনতাকামী ও গণতান্ত্রিক মানুষ যেকোনো মূল্যে প্রতিহত করবে। ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীকে এ ব্যাপারে রাজপথে থেকেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির (এনেক্স ভবন) মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বর্ধিত সভায় রাশেদ খান মেনন এমপি আরো বলেন, দ্রব্যমূল্যর উর্ধ্বগতি এবং ব্যবসায়ীদের সিন্ডিকেটে একতরফাভাবে বাজার নিয়ন্ত্রণ করে মানুষের দুর্দশার শেষ সীমায় পৌঁছে দিয়েছে, সরকারকে অবশ্যই এই ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পরবে।
এছাড়াও আগামী নির্বাচনে বরিশালের বাবুগঞ্জ-মুলাদী ও বানারীপাড়া-উজিরপুরের পার্টিকে সাংগঠনিক ভাবে সুদৃঢ় করার নির্দেশ প্রদান করেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টিপু সুলতানের সঞ্চালনায় বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলার সভাপতি কমরেড নজরুল হক নীলু।
বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলার নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হল ফিরোজ, বাবুগঞ্জ উপজেলার সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, উজিরপুর উপজেলা সভাপতি ফায়জুল হক বালি ফারাহিন, মুলাদী উপজেলা সভাপতি গফুর মোল্লা প্রমুখ। বর্ধিত সভা শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Posted ১৭:২১ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain