
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ মে ২০২৩ | প্রিন্ট
ক্যাসিনোবিরোধী অভিযানের সময় আলোচিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ও হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারিক আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে জামিন বাতিলের রিভিশন আবেদনের শুনানি নিয়ে আজ (২ মে) হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালতের শুনানিতে আজ দুদক পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
এর আগে তার জামিন বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩০ এপ্রিল) দুদকের সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
২০১৯ সালের ২০ নভেম্বর এ কে এম মমিনুল হক সাঈদের বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনো পরিচালনাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ চার কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকা অর্জন করেছেন।
এ মামলায় আত্মসমর্পণের পর ৯ ফেব্রুয়ারি তাকে জামিন দেন মহানগর বিশেষ জজ আদালত। এরপর গত ১৬ এপ্রিল এই জামিন বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করে দুদক।
Posted ১০:২৫ | মঙ্গলবার, ০২ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain