
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ | প্রিন্ট
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনে মাত্র ৩ থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (২৪ নভেম্বর) যশোরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এই তথ্য দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ কষ্টে আছে। শেখ হাসিনা নিজে কষ্ট পাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম আপনি কয়েক ঘণ্টা ঘুমান। তিনি বললেন তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। আমরা ভাগ্যবান ৭৫ পরবর্তীকালে বাংলাদেশ এত ভালো মানুষ, এত সৎ মানুষ রাজনীতিতে আর একজনও আসে নাই।
এর আগে দুপুর আড়াইটার পর আওয়ামী লীগ আয়োজিত জনসভা মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী।
শামস্ উল হুদা স্টেডিয়ামে নির্মিত নৌকার মঞ্চে সরকারপ্রধান প্রধান অতিথির বক্তব্য দেবেন।
Posted ১৫:৫০ | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain