| শুক্রবার, ০৭ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ৭ মার্চ : ‘স্বজন হারানোর ব্যাথা প্রধানমন্ত্রী বোঝেন, তবে শুধু নিজেরটা। দেশের মানুষ এ অন্যায়-অপরাধের হিসাব কড়ায়-গন্ডায় আদায় করে নেবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি।
তিনি বলেন, রাষ্ট্রের চরিত্র বদল করতে হবে। রাষ্ট্রকে মানবিক হতে হবে। অন্যথায় ত্বকী হত্যার বিচার হবে না।
রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে শুক্রবার বিকালে ত্বকীকে নিয়ে দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ত্বকী হত্যার এক বছর পূর্তিতে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আরো আলোচনা করেন- অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কামাল লোহানী ও ড. সফিইদ্দিন আহমদ।
অনিসুজ্জামান বলেন, রাজনৈতিক প্রভাব আর দলীয় সংকীর্ণতার কারণে ত্বকী হত্যার বিচার হয়নি। স্বজন হারানোর ব্যথা আমাদের প্রধানমন্ত্রী বোঝেন। আশা করি, তিনি এ হত্যাকান্ডের বিচারের ব্যবস্থা নেবেন।
সিরাজুল ইসলাম বলেন, যখন অপরাধীরা দম্ভোক্তি করে তখন বুঝতে হবে- আমাদের রাষ্ট্র ব্যবস্থা কেমন। গোটা রাষ্ট্র ব্যবস্থাটাই অসুস্থ, এর পরিবর্তন দরকার। ভবিষ্যতে যাতে আমাদের আর কোনো ত্বকীকে হারাতে না হয়। পাশাপাশি ত্বকী হত্যার বিচারও হতেই হবে।
কামাল লোহানী বলেন, স্বাধীনতার এতো বছর পর এসেও যদি আমাদের রাষ্ট্রের এ অবস্থা হয়- তাহলে আমরা এতোদিন করলামটা কি। এ সরকার কি চাইছে- তা পরিষ্কার নয়।
প্রসঙ্গত, ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার এক বছর পূর্তি উপলক্ষ্যে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ প্রকাশ করেছে ত্বকীর নিজের লেখা গদ্য-কবিতা ও আলোকচিক্র সংবলিত স্মারক গ্রন্থ ‘জনান্তিকে ত্বকী’। ত্বকীর নিজের লেখা গল্প, কবিতা, নিবন্ধ, খেরোখাতার পান্ডুলিপি ও বিভিন্ন আলোকচিত্র নিয়ে মফিদুল হকের সম্পাদনায় সাহিত্য প্রকাশ ‘ত্বকীর বই’ শিরোনামে গ্রন্থ প্রকাশ করেছে।
Posted ১৭:০৪ | শুক্রবার, ০৭ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin