| রবিবার, ২৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ২৬ জানুয়ারি : গাইবান্ধার জনসভায় বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। রবিবার বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, প্রধানমন্ত্রীকে আমরা ভারতে যেতে বলছিনা, আমরা বলছি আপনি বাংলাদেশে থাকুন এবং দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন।
প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে আসাদুজ্জামান রিপন বলেন, বেগম খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং ২ বারের বিরোধী দলের নেতা, তার স্বামী মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাকে আপনি (প্রধানমন্ত্রী) বলছেন পাকিস্তানে চলে যেতে। কিন্তু কেন তিনি পাকিস্তানে যাবেন?
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন এটা কোন গণতন্ত্রের ভাষা নয়। প্রধানমন্ত্রী ভারতকে অনেক কিছু দিয়েছেন কিন্তু দেশের জন্য কিছু আনতে পারেনি মন্তব্য করে রিপন বলেন, আপনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করুন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যে তীব্র নিন্দা জানান।
সংলাপ প্রসঙ্গে রিপন বলেন, দেশের সমস্যার সমাধান করতে সংলাপের প্রয়োজন। বিরোধী দলের নেতাদের ওপর হামলা প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ৭১ সালে যে ভাবে মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখিয়ে দেয়া হতো একই কায়দায় সরকার দলীয় নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে বিরোধী দলের নেতাদের বাড়ি ঘর দেখিয়ে দিচ্ছে। ফলে বিরোধী দলের নেতাকর্মীরা নিজ নিজ বাড়িতে থাকতে পারছেন না।
আসাদুজ্জামান রিপন বলেন, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মী ছাড়াও অজ্ঞাত লাশ পাওয়া যাচ্ছে। হত্যা,গুম বৃদ্ধির ঘটনায় তিনি উদ্বেগ জানান এবং এসব হত্যাকান্ডের বিরুদ্ধে দেশ-বিদেশের মানবাধিকার সংস্থার তদন্ত দাবি করেন।
রানা প্লাজায় ঘটনায় সরকারের কাছ থেকে শ্বেতপত্র দাবি করে তিনি বলেন, রানা প্লাজার ঘটনায় কোন কোন খাতে কত টাকা ব্যায় হয়েছে, কে কত টাকা দিয়েছে এবং এ পর্যন্ত দেশেী-বিদেশী সংস্থাগুলোর কাছ থেকে কত টাকা পেয়েছেন তার একটি শ্বেতপত্র প্রকাশ করুন।
ক্রিকেট প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেট নিয়ে যে বিতর্ক উঠেছে এ ব্যাপারে সরকার ও ক্রীড়া মন্ত্রীর ব্যাখ্যা চাচ্ছি। পাশাপাশি ক্রিকেট নিয়ে ক্রিকেট প্রেমীদের বর্তমান দাবির প্রতি একাত্মতা জ্ঞাপন করছি।
Posted ১২:৩৯ | রবিবার, ২৬ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin