
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্য ভবনগুলো সংস্কার করে আধুনিক করা হয়েছে। সংসদ সদস্যদের জন্য সুন্দর পরিবেশ ও সুযোগ সুবিধাসম্পন্ন আবাসস্থল নিশ্চিতকরণে আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী এসব উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের প্রতি খুবই যত্নবান।
আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংস্কারকৃত ৫নং সংসদ সদস্য ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জাতীয় সংসদ ভবনের পাশেই সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে মীনা বাজার সুপার শপের আউটলেট খোলা হয়েছে। বিষয়টি সংসদ সদস্য ও তাদের পরিবারের জন্য অত্যন্ত সুবিধাজনক।
তিনি আরো বলেন, সবার প্রচেষ্টায় স্বল্প সময়ে জাতীয় সংসদ ভবন ও সংসদ ভবন সংলগ্ন এলাকার নিরাপত্তায় নিয়োজিত সদস্য এবং গণপূর্ত বিভাগের কর্মচারীদের জন্য দুটি ডরমিটরি ভবন নির্মিত হয়েছে। সংসদ-সদস্যরা নিজেদের মধ্যে অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে ভবনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন- গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান প্রমুখ।
Posted ১৫:২০ | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain