| বুধবার, ০৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর-৬ (পীরগঞ্জ) আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। এজন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন পীরগঞ্জের স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
স্থানীয় সূত্রগুলো জানায়, গত ৩ জানুয়ারি পীরগঞ্জে এক নির্বাচনি পথসভায় এবং ঘরোয়া বৈঠকে জয় জানান, আওয়ামী লীগ সিদ্ধান্ত নিলে তিনি উপনির্বাচন করার বিষয়টি ভেবে দেখবেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের আশ্বাস দেন। ওই বৈঠকে উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে সবার মতামত গুরুত্ব সহকারে শোনেন সজীব ওয়াজেদ জয়। এ সময় ভেণ্ডাবাড়ী থানাসহ পীরগঞ্জের সার্বিক উন্নয়নের দাবি উত্থাপন করা হয় জয়ের কাছে। সেখানে উপনির্বাচনে জয়কে প্রার্থী করারও জোরালো দাবি ওঠে। নেতাকর্মীদের দাবির মুখে জয় বলেন, আমি নির্বাচনে না গেলেও পীরগঞ্জের অভিভাবক হয়ে কাজ করব।
অন্যদিকে গত বছর ৩১ ডিসেম্বর রংপুরে এক নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জয়কে নির্বাচনের পর আপনাদের কাছে পাঠিয়ে দেব। জয় এসে আপনাদের সঙ্গে থাকবে। এবার জয় আপনাদের সেবা করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, জয় আপনাদেরই সন্তান। তাকে পীরগঞ্জে আসতে হবে। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবে। জয় আপনাদের কথা সব সময় ভাবে।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু বলেন, জয় উপনির্বাচনে অংশগ্রহণ করবেন আমরা এটাই আশা করছি। এ লক্ষে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৬ ডিসেম্বর সজীব ওয়াজেদ জয়কে রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য করা হয়। ওই দিন দুপুরে বিশেষ বর্ধিতসভায় তার এ সদস্যপদ চূড়ান্ত করেন রংপুর জেলা আওয়ামী লীগের নেতারা। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা, সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান, অ্যাডভোকেট ফজলে রাব্বি, টিপু মুনশি এমপি প্রমুখ।
Posted ১০:২৮ | বুধবার, ০৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin