শুক্রবার ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রথম টি-২০তে জিততে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ জুলাই ২০২৩ | প্রিন্ট

প্রথম টি-২০তে জিততে নামছে বাংলাদেশ

মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে ভারতের বিপক্ষে আক্ষেপ ঘোচাতে বদ্ধপরিকর টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা। অন্যদিকে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নিতে প্রস্তত সফরকারীরা।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারতের মেয়েরা। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দুইটায়। আর খেলা দেখা যাবে অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবের বিসিবি লাইভে।

এর আগে শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হয়ে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘এটা বিশ্বাসের ওপর নির্ভর করে। আপনারা এটা বিশ্বাস করছেন কিনা। আপনারা কি বিশ্বাস করছেন আমরা তাদের বিপক্ষে ম্যাচ জিততে পারব? আমাদের বিশ্বাস আছে, আমরা তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলব। সবচেয়ে বড় কথা সিরিজ জয় সবাই-ই চায়।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মাটিতে নিজেদের পতাকা ওড়ানোর মতো আনন্দের কিছু হতে পারে না। আমরা পুরো দল জানি যে, এই মাঠে আমাদের জন্য ম্যাচ জেতা কতটা গুরুত্বপূর্ণ। সিরিজ জিতলে এটা অসম্ভব একটা গৌরবের ব্যাপার হবে এবং এটা ইতিহাস হয়ে থাকবে।’

বাংলাদেশ-ভারতের নারীদের টি-২০ সিরিজের ট্রফি উন্মোচনের আগমুহূর্তে দুই দলের অধিনায়ক। ছবি- সংগৃহীত

বাংলাদেশ-ভারতের নারীদের টি-২০ সিরিজের ট্রফি উন্মোচনের আগমুহূর্তে দুই দলের অধিনায়ক। ছবি- সংগৃহীত

 

একইদিনে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ভারত নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কৌর। তিনি বলেন, ‘বাংলাদেশ ভালো দল। তারা সব সময়ই নিজেদের কন্ডিশনে ভালো মানের ক্রিকেট খেলে। যা আমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারে এবং সেভাবে আমরা প্রস্তুতও আছি। আশা করছি, পুরো দল একসঙ্গে খেলতে পারব এবং নিজেদের সেরাটা দিতে পারব।’

তার ভাষ্যে, ‘আমরা আজকের অবস্থানে আসার পথে সব সময়ই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করেছি। প্রতিটি দলই আসলে দিনকে দিন উন্নতি করার চেষ্টা করে। তারাও তাদের সামর্থ্য দেখানোর চেষ্টা করবে। আমাদের থেকে যা প্রত্যাশা করা হচ্ছিল তা আমরা করেছি। ভালো দলগুলোর বিপক্ষেও ভালো খেলেছি। বাংলাদেশও বেশ ভালো দল। ভালো ক্রিকেট খেলে তারাও প্রতিদ্বন্দ্বীতা করে।’

তিনি আরো বলেন, আমরা আমাদের প্রক্রিয়ায় থাকতে চাই যেগুলো আমাদের সাফল্য পেতে ভূমিকা রাখে। নিজেদের দিকে মনোযোগ রাখতে চাই, এটা ভাবতে চাই না যে কে ভালো, কে খারাপ। আমরা ভালো খেলার দিকে মনোযোগ রাখতে চাই, এটাই আমাদের একমাত্র লক্ষ্য।

Facebook Comments Box
advertisement

Posted ০৬:৫৬ | রবিবার, ০৯ জুলাই ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com

%d bloggers like this: