
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২১ মে ২০২৩ | প্রিন্ট
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, একটা কথা মনে রাখতে হবে- আমাদের দেশের রাজনীতি প্রতিবেশী দেশের রাজনীতি থেকে আলাদা নয়। ভারত ফারাক্কা বাঁধের মাধ্যমে আমাদের ধ্বংস করছে, সাম্প্রদায়িকতার বিষবাষ্প তৈরি করছে।
রোববার (২১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা কর্তৃক আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামাল বলেন, গত ১০-১৫ বছরে দেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন এসেছে। বিগত সময়ে যে ধারা এবং কৌশল ছিল, সেটি এখন ফলপ্রসূ নয়। দেশ এবং জাতির বর্তমান পরিস্থিতিতে অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গভীর সংকটে নিমজ্জিত। কেবল রক্ত দিলেই গণতান্ত্রিক চর্চা ফিরে আসবে না, গণতন্ত্র বিরোধী প্রধান মদদদাতাদের বিরুদ্ধে কথা বলতে হবে।
জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
Posted ১০:২৬ | রবিবার, ২১ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain