
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ মার্চ ২০২৩ | প্রিন্ট
মাদারীপুরের শিবচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আজ (১৯ মার্চ) এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় জাপা চেয়ারম্যান বলেন, জীবনের যেন মূল্যই নেই। এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল। অথচ, কোনো প্রতিকার নেই। যেন সড়ক দুর্ঘটনা রোধে কারও কোনো দায় নেই। প্রতিদিনের দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা।
জিএম কাদের বলেন, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে যৌক্তিক সহায়তা দিতে হবে।
শোকবার্তায় দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।
।
Posted ১০:৫৯ | রবিবার, ১৯ মার্চ ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain