মঙ্গলবার ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক শিল্পে অস্থিরতা: বিজিএমইএ নেতাদের যে আশ্বাস দিলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট

পোশাক শিল্পে অস্থিরতা: বিজিএমইএ নেতাদের যে আশ্বাস দিলেন ফখরুল

পোশাক শিল্পের অস্থিরতার মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজিএমইএর প্রতিনিধি দল। এসময় তারা অস্থিরতা বন্ধে বিএনপিসহ সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন। বিএনপির পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাত হয়। বৈঠকে বিজিএমইএর নেতারা পোশাক শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন বিএনপি মহাসচিবের কাছে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজেএমই নেতাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পোশাক শিল্প-কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতৃবৃন্দকে যেসব নির্দেশনা দিয়েছে তা তাদেরকে জানান। তিনি বলেন, পোশাক শিল্প হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি। একে যেকোনোভাবে সচল রাখতে হবে। এর সাথে একটা বিশাল গোষ্ঠীর কর্মসংস্থান জড়িত উল্লেখ করে বিএনপি মহাসচিব পাশে থাকার আশ্বাস দেন।

পোশাক শিল্পের মালিকারা ‘গোষ্ঠী বিশেষ পোশাক শিল্পের অস্থিরতা সৃষ্টি করছে’ অভিযোগ করে এই ব্যাপারে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সহযোগিতার কামনা করেন।

বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, সহসভাপতি রকিবুল আলম, পরিচালক শোভন ইসলাম, নুরুল ইসলাম, আফসার হোসেন। বিজিএমইএর সাবেক সভাপতিদের মধ্যে ছিলেন এসএম ফজুলল হক, কাজী মুনির, মোস্তফা গোলাম কুদ্দুস এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কফিল উদ্দিন, আবুল কালাম প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:০৯ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com