নিজস্ব প্রতিনিধি,পেকুয়া : কক্সবাজারের পেকুয়ায় পৈত্রিক সম্পত্তি দাবী করায় নিলুফা আক্তার (৫৫) নামের এক বৃদ্ধ মহিলাকে পিটিয়ে জখম করেছে তারই বড় ভাই। সোমবার (১৪ ফেব্রæয়ারী) বিকাল ৫ টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত নিলুফা আক্তার উপজেলার টইটং ইউনিয়নের পন্ডিত পাড়া এলাকার মৃত সেলিমুল হাসান চৌধুরীর স্ত্রী। আহতকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
আহত নিলুফা আক্তার বলেন, আমার পিতার সম্পত্তি না দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছিল। গত সোমবার আদালতের নির্দেশ অনুযায়ী তহসিলদার জায়গা পরিমাপ করতে গেলে তাদের সামনেই পূর্ব থেকে ক্ষিপ্ত থাকা আমার বড় ভাই মহিউদ্দিন(৫৮) তার স্ত্রী কুলছুমা খানম ও ছেলে তানসিরুল ইসলাম বাবু, ছোটন-সহ আরো ৭/৮জন সন্ত্রাসী নিয়ে আমাকে মারধর করে মারাত্মক জখম করে। এসময় তারা আমার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
আহতের ছেলে আহসানুল আবিদ বলেন, মহি উদ্দিন একজন চিহ্নিত ভুমিদস্যু। আমার মায়ের পাওনা সম্পত্তি না দিতে দীর্ঘদিন ধরে নানা রকম প্রতারণা করে আসছেন। গত সোমবার বিকাল ৫টায় সরকারি কর্মচারীদের সামনে মামা, মামি ও তাদের ছেলে বাবুসহ ৭/৮জন লাঠিয়াল বাহিনী আমার মাকে নির্দয়ভাবে পিটিয়ে জখম করে। এ প্রসঙ্গে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।