
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ মে ২০২৩ | প্রিন্ট
পুলিশ সদস্যদের অনিয়ম-দুর্নীতির কারণে যেন কোনভাবে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সতর্ক করলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি বলেন, কেউ যেন পুলিশের মান-সম্মান নিয়ে ছিনিমিনি না খেলে। পুলিশের পোশাক পরে এমন কোন কাজ করবেন না, যেন ৩২ হাজার পুলিশের সম্মানহানি হয়। পুলিশ আমাকে যে ইউনিফর্ম দিয়েছে, তার মর্যাদা কোনভাবে নষ্ট হতে দেবো না।
মঙ্গলবার (২ মে) দুপুরে রাজধানীর রাজারবাগের শিরু মিয়া মিলনায়তনে নিউমার্কেটের ঘটনায় উদ্ধারকাজে অবদান রাখায় পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, সামনে পুলিশের আরও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। পুলিশ কখনো হারেনি, আর আগামীতেও হারবে না। ১৯৭১ সালে পুলিশ বাহিনী হারেনি, সেই সময় জনগণের পাশে ছিল। ভবিষ্যতেও পুলিশ জনগণের পাশে থাকবে।
তিনি আরও বলেন, আমাদের পুলিশ সদস্যরা রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করেন। তাদের শরীর পুড়ে যায়। সেসব কষ্টের কথা লেখা হয় না। কে কোন দিন একটু অন্যায় করেছে, সেগুলো তুলে ধরে প্রতিবেদন করা হয়। কয়েকজনের দায় ঢাকা মহানগরীর ৩২ হাজার পুলিশ সদস্য নেবে না।
অনুষ্ঠানে ডিএমপি পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) ড. মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূএ: ঢাকা মেইল ডটকম
Posted ০৯:৫৯ | মঙ্গলবার, ০২ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain