এস.এম.জুবাইদ, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ“আমার কোন জায়গা নেই। আমার দুই প্রতিবন্ধী ছেলে মেয়েকে নিয়ে অনেক কষ্টে একটি কুঁড়ে ঘরে বসবাস করছি। কিন্তু পাকাঘরে থাকবো কোনো দিন স্বপ্নেও ভাবি নাই” মাথাগোঁজার ঠাঁই পেয়েছি, এটাই জীবনের সেরাপ্রাপ্তি’। —এভাবে নিজের অভিমত ব্যক্ত করেছেন সারাদেশের ন্যায় কক্সবাজারের পেকুয়াতেও পুলিশের উদ্যোগে নির্মিত ঘর পাওয়া আব্দু শুক্কুর নামের এক গৃহহীন।
১২ মার্চ (মঙ্গলবার) দুপুর ২ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে এই ঘর উপকারভোগীর হাতে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন চকরিয়া-পেকুয়ার সার্কেল তৌফিকুল আলম, পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের হেড কোয়ার্টারের উদ্যোগে দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীন পরিবারকে ঘর প্রদান কার্যক্রমের অংশ হিসেবে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফেরা সিঙ্গাপাড়া এলাকার ২ শতক জমি পুলিশের পক্ষ থেকে কিনে ওই এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র আব্দু শুক্কুর কে একটি বাড়ি নির্মাণ করে দিয়েছে পেকুয়া থানা পুলিশ। সেই জমিতে দুইটি বেড রুম, একটি বারান্দা, রান্নাঘরসহ নির্মাণ করে আধাপাকা বাড়ি। বিদ্যুৎ সংযোগ প্রদানসহ বৈদ্যুতিক পাখা, বাতি লাগানো হয়। ঘরের পাশে স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপন করা হয়। এছাড়া বসানো হয়েছে একটি সুপেয় পানির টিউবয়েল।
দৃষ্টিনন্দন বাড়ি পেয়ে খুশিতে উপকারভোগী আব্দু শুক্কুর বলেন, আমি খুব অসহায় একজন লোক। আমার এক ছেলে এক মেয়ে প্রতিবন্ধি। কোন রকম ভিক্ষা করে জীবন চালায় আমি। রাস্তায় পর্যন্ত বসবাস করেছি। এই অসময়ে পুলিশ অভিভাবকের মতো আমার পাশে দাঁড়িয়েছেন। পেকুয়া থানা পুলিশ জায়গা কিনে আমাকে যে থাকার ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চকরিয়া পেকুয়ার সার্কেল তৌফিক আলম, পেকুয়া থানার (ওসি) শেখ মোহাম্মদ আলী, তদন্ত কানন সরকার’সহ সকল পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া থানার ওসি তদন্ত কানন সরকার, উজানটিয়া ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম, এ এস আই শাহ আলমসহ সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী পরিবার।
এদিকে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ নিজেদের দায়িত্ববোধ থেকে মানবিক কাজও করে তার প্রমাণ জায়গা ক্রয় করে গৃহ নির্মাণ করে দেওয়া। সারাদেশের মতো পেকুয়া থানা পুলিশের পক্ষ থেকেও উজানটিয়া ইউনিয়নের আব্দু শুক্কুর নামের এক গৃহহীন ব্যক্তিকে ঘর দেয়া হয়েছে।