নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
বিরোধী দলবিহীন নির্বাচন বাতিল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে পল্লবী থানার ২ নং ওয়ার্ডের দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা। ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব, কারামুক্ত আমিনুল হকের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় আমিনুল বলেন, সরকার একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে আবারও ক্ষমতায় এসেছে। কিন্তু এ সরকারকে দেশের জনগণসহ গণতন্ত্রকামী বিশ্ব নাকচ করেছে। তাদের অবাধ লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর অবস্থায় রয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশকে বিরোধীশূণ্য করতে বিরোধী নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালাচ্ছে। বিচার বিভাগকে কুক্ষিগত করে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশে একদলীয় বাকশাল কায়েম করছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে, গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে হলে সবাইকে রাজপথে নামতে হবে। জনতার আন্দোলন কখনও বিফলে যায় না।
লিফলেট বিতরণের সময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ০৭:৩৩ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain