| বুধবার, ০৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
মোঃ নুরেহাবিব সোহেল, (পঞ্চগড়) : দেশব্যাপী অবরোধ হরতালের মধ্যেও এলাকার বিনোদনের লক্ষে বোদা উপজেলা শহর থেকে ১১ কিলোমিটার পূর্বে আলিমবাজার- কার্জীপাড়া সড়কের পাশে বেংহাড়ী কার্জীপাড়া এলাকায় ঘোড়াদৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় খেলা দেখতে ঐ এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণীর পেশার দর্শকদের সমাগম ঘটে।
মহান বিজয় দিবস ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রামপ্রসাদ কার্জিপাড়া, বালাভীর ডাঙ্গাপাড়া,গোয়ালপাড়া ও বালাভীর এলাকাবাসীর যৌথ উদ্যোগে ঘোড়াদৌড় প্রতিযোগীতা বিকাল ৩ টায় শুরু হয়। খেলাটি দেখতে পঞ্চগড়,বোদা,দেবীগঞ্জ,,ডোমার, কুড়ালীপাড়া, সাকোয়া, নয়াদিঘী সহ বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন বয়সী ও বিভিন্ন পেশার লোকজন সকাল থেকে আসতে শুরু করে। এই প্রতিযোগীতাকে ঘিরে বিভিন্ন দোকানপাটের পশরা বসে। প্রতিযোগীতায় মোট ২১টি ঘোড়া অংশগ্রহন করে। খেলা শেষে বীরেন্দ্র নাথ ঘোষ কানুর সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাকোয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ জাহাঙ্গীর সবুজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেন। খেলায় বিজয়ী হয়েছে সাকোয়া শাহপাড়া থেকে আনোয়ার হোসেনর ঘোড়াটি দ্বিতীয় হয়েছে ইসলামপুর গ্রামের মকছেদ আলীর ঘোড়া ও তৃতীয় হয়েছে আলীমবাজারের আবু ছালেকের ঘোড়া। খেলায় প্রথম পুরষ্কার একটি১র্৭ রঙ্গিন টেলিভিশন দ্বিতীয় পুরষ্কার ১র্৪ রঙ্গিন টেলিভিশন তৃতীয় পুরষ্কার র্৮র্ রঙ্গিন টেলিভিশন।
ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মমিন লিটন জানান, ঘোড়দৌড় প্রতিযোগীতা উপলক্ষে মেলায় বিভিন্ন বযসী লোকের সমাগম ঘটে তবে পুরুষের পাশাপাশি নারী ও শিশু, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সংখ্যা লক্ষ্যণীয়। প্রতিবছর এভাবে আমরা ঘোড়াদৌড় খেলার আয়োজন করবো। উপস্থিত বিপুল পরিমান দর্শক আয়োজকদের ঘোড়াদৌড় খেলার আয়োজন করার জন্য সাধুবাদ জানান।
Posted ০৯:৫৪ | বুধবার, ০৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin