
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, মানুষ নৌকা ছাড়া ভোট দেবে না, তাই বিজয় সুনিশ্চিত।
আজ বেলা ১১টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আরাফাত বলেন, নৌকার প্রার্থী হয়েছি কি হইনি তার গুরুত্ব নেই। সবচেয়ে বড় কথা আমার নৌকায় ভোট দিতে পেরে ভালো লাগছে।
আরাফাত বলেন, আমি সকাল বেলা কয়েকটা কেন্দ্রে ঘুরেছি এবং খোঁজ নিয়েছি। ভোটের পরিস্থিতি শান্ত রয়েছে। সকালে একটু বৃষ্টি পড়েছে, সে কারণে ভোটার টার্ন আউট কম হয়েছে। তাছাড়া গুলশান, বারিধারা, বনানীর ভোটাররা এমনিতে একটু দেরি করে ঘুম থেকে ওঠে, কিন্তু কালাচাঁদপুর শাহজাদপুর বা নদ্দা, ভাসানটেকের দিকে গেলে আপনারা দেখবেন ভোটার অনেক এসেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌকার এ প্রার্থী বলেন, কেমন ভোট পড়ছে তার জন্য ভোটকেন্দ্রে চোখ রাখতে হবে। আরো অপেক্ষা করতে হবে। এখনই তার সঠিক ফিগার বলা যাবে না। আরেকটা বিষয় খেয়াল করছেন কি না, আমরা বলছি ভোট দেন- ভোট দেন, আসলে আমরা বলছি না যে নৌকায় ভোট দেন, মানুষ ভোট দিতে এলে ভোট নৌকা পড়বে, আমাদের ডানে বামে শুধু নৌকার ভোট।
Posted ০৮:১৪ | সোমবার, ১৭ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain