
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ মে ২০২৩ | প্রিন্ট
প্রায় প্রতিবছরই নেপালে ঘটে তুষারধসের মতো ঘটনা। এর আগে তুষারধসে দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটে। দেশটি সারা বছর বরফে ঢাকা থাকে। তাই নেপালে তুষারধস খুবই স্বাভাবিক ঘটনা।
এবার নেপালের কর্নালি প্রদেশে তুষারধসে ৩ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন বলে রবিবার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। শনিবার সকালে প্রদেশের মুগু জেলার চ্যারখু পাসে এ ঘটনা ঘটে বলে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জেলার পাতারাসি পৌরসভা থেকে ১৪ জন ইয়ার্শাগুম্বা (শুঁয়োপোকা ছত্রাক) সংগ্রহ করতে চ্যারখু গিয়েছিলেন। তাদের মধ্যে তিনজন মারা গেছেন এবং নয়জন তুষারধসে সামান্য আহত হয়েছেন।
এখন পর্যন্ত এই ঘটনায় মোট তিনজন মারা গেছে এবং নয়জন আহত হয়েছে। পুলিশ কর্মীদের একটি দল ঘটনাস্থলে চলে গেছে।
শুঁয়োপোকা ছত্রাক সংগ্রহ করতে শত শত লোক মুগু জেলার উচ্চভূমিতে ভ্রমণ করেছে যদিও স্থানীয় কর্তৃপক্ষ ১৮ মে এর আগে বাছাইকারীদের জায়গাটিতে যাওয়ার অনুমতি দেয়নি।
বলা হয় যে তুষারধসে মারা যাওয়া তিন ব্যক্তি ভিন্ন পথ ব্যবহার করে ঘটনাস্থলে (স্থানীয়ভাবে পাটন নামে পরিচিত) গিয়েছিলেন। তাই তাদের উদ্ধার করতে অনেক সময়ের প্রয়োজন হয়। সূত্র: কাঠমান্ডু পোস্ট
Posted ১১:০২ | রবিবার, ০৭ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain