নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
দ্বাদশ জাতীয় নির্বাচনকে বানচাল করতেই বিএনপির আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আজ সকালে কুষ্টিয়া সদর উপজেলার হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, নির্বাচন এলেই বিএনপি কর্মসূচির নামে বিদেশিদের কাছে ধরনা ও দৌড়ঝাঁপ শুরু করে। বিদেশিদের পরামর্শে দেশে রাজনৈতিক কর্মসূচি দেওয়া সারাবিশ্বে একটি নজিরবিহীন ঘটনা। এতে প্রমাণিত হয় যে বিএনপি বিদেশি কোনো ষড়যন্ত্রে দেশকে একটি অস্থিতিশীল চক্রান্তের দিকে নিয়ে যাচ্ছে।
রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি-জামায়াত সহিংসতা ও জ্বালাও-পোড়াও করলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে এ সময় সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Posted ০৮:৫৮ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain