| শনিবার, ২২ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ২২ মার্চ : নির্বাচন কমিশন সহিংসতা উৎপাদনে ভূমিকা রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে ব্যার্থ বলা যাবেনা। কারণ তারা সরকারের নিমক হালালী করছে। তারা সরকারি দলের সমর্থক প্রার্থীদের বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছে। সে জন্য গত নির্বাচনগুলোতে এতো সংিহসতার পরেও তারা বলছে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হচ্ছে। অপরদিকে বিরোধীদলের কোন অভিযোগই তারা আমলে নেয়না। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
২৩ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে সহিংসতার আশংকা ব্যক্ত করে রিজভী আহমেদ বলেন, সরকার দেশের বিভিন্নস্থানে যেভাবে তা-ব চালাচ্ছে, বিরোধী নেতাকর্মীদের নির্যাতন, বাড়ি ঘরে হামলা, মামলা গ্রেফতারসহ নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে তাতে আগামী কালের নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা আন্দাজ করা যাচ্ছে। কারণ ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় সরকার সমর্থক প্রার্থীরা নিজেদের বিজয়ী ঘোষণা করছে এবং ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখাচ্ছে।
তিনি বলেন, নির্বাচনে ফল নিজেদের ঘরে আনতে সরকারের নীলনকশার বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যেই বিভিন্নস্থানে সরকারের পছন্দমতো প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। প্রশাসনকে দলীয় কর্মীর মতো ব্যবহার করা হচ্ছে। র্যাব পুলিশ দিয়ে বাড়ি বাড়ি তল্লাশীর নামে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।
এছাড়া নির্বাচনী আচরণ বিধি লংঘন করে মন্ত্রী, এমপিরা এলাকায় প্রভাব বিস্তার করছে বলেও উল্লেখ করেন তিনি। রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, সরকার যতই নীল নকশা করুক তাদের এই হীন উদ্দেশ্য কখনোই বাস্তবায়ন হবেনা। জনগণের আন্দোলনের ঘূর্ণিপাকে সরকার ও নির্বাচন কমিশনের অশুভ আঁতাত ভেঙ্গে পড়বে। সংবাদ সম্মেলনে দলের দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১৫:৫১ | শনিবার, ২২ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin