নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে তার নির্বাচনী প্রচারাভিযান পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্পের পুনরুত্থানের আশঙ্কায় তিনি এই পরামর্শ দিয়েছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য সম্ভাব্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী।
শনিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে একান্ত মধ্যাহ্নভোজে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য পুনরুত্থান নিয়ে ওবামা উদ্বেগ প্রকাশ করেন। আলোচনার সাথে পরিচিত তিনজনের কাছ থেকে তথ্য উদ্ধৃত করে এই খবর প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওবামা বাইডেনের উপদেষ্টাদের পরামর্শ দিয়েছেন, ডেলাওয়্যারে তাদের সদর দফতরে আরও উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রেরণ করতে। একইসঙ্গে বিদ্যমান প্রচারণা কর্মীদের হোয়াইট হাউসের পূর্বানুমোদন ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার স্বায়ত্তশাসন দিয়ে প্রচারাভিযানের সাংগঠনিক কাঠামো উন্নত করতে বলেছে।
প্রতিবেদনে ওবামা নিয়োগের জন্য প্রস্তাবিত কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি, তবে তিনি কৌশলবিদদের উদাহরণ হিসাবে তার ২০০৮ সালের প্রচারাভিযান ব্যবস্থাপক ডেভিড প্লাউফের কথা উল্লেখ করেন।
Posted ০৭:৩০ | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain