নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী, ভোটার ও নাগরিকদের বিভিন্ন তথ্য দিতে অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই জানা যাবে ভোটার নম্বর, কেন্দ্রের নাম, লোকেশন, ভোট পড়ার হার, প্রার্থীদের হলফনামাসহ নির্বাচনের বিভিন্ন তথ্য।
অ্যাপটি ফোনে ইনস্টল করার পর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে অ্যাপটি ব্যবহার করতে হয়।
পরবর্তীতে কেন্দ্রের নাম, কেন্দ্রের লোকেশন, ভোটার নম্বর, প্রার্থীদের নাম ও ছবি প্রভৃতি তথ্য জানতে জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখ দিলেই নিমিষেই পাওয়া যাবে চাহিদা মোতাবেক তথ্য।
প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Posted ১৪:৪৩ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain