নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : নিরপেক্ষ তত্ত্বধায়ক সরকার ও কেন্দ্রীয় নেতৃবিন্দের মুক্তি এবং এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বার্মিংহাম যুবদলের প্রতিবাদ নিরপেক্ষ তত্ত্বধায়ক সরকার ও কেন্দ্রীয় নেতৃবিন্দের মুক্তি এবং এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বার্মিংহাম যুবদলের প্রতিবাদ সভা গত সোমবার রাত ১২:৩০ সময় বার্মিংহাম যুবদলের উদ্যোগে স্থানীয় গ্রামীন বাংলা রেস্টুরান্ট এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয় ।
বার্মিংহাম যুবদলের সভাপতি গুলজার আহমদ ফায়সালের সভাপত্বিতে পরিচালনা করেন সাধারন সম্পাদক রাসেল আহমদ. সভায় প্রধান অতিথি ছিলেন:ওয়েস্টমিডল্যান্ড বিএনপির ভারপাপ্ত সভাপতি কাজী আঙ্গুর মিয়া, বিশেষ অতিথি ছিলেন: ওয়েস্টমিডল্যান্ড বিএনপির সাধারন সম্পাদক ছাদিক হুসেন মসুদ, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালিক, এম ইলিয়াস আলী মুক্তি পরিষদের আহ্বায়ক সমির আলী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল আজিজ গিলমান. বক্তব রাখেন বার্মিংহাম যুবদলের সিনিয়র সহ সভাপতি কয়সার আলী শাহীন, সহ সভাপতি বুরহান উদ্দীন,সহ সভাপত এহিয়া খান, যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম, লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, মইন উদ্দীন, প্রচারসম্পাদক শিপন মিয়া, দপ্তরসম্পাদক শফিকুল ইসলাম রাজা, সাহিত্যসম্পাদক ইমান আলী, আইনসম্পাদক মাজেদ আহমদ, ওয়েস্টমিডল্যান্ড বিএনপির নেতা মুজিব মিয়া, মাসুক মিয়া,ওয়েস্টমিডল্যান্ড স্বেচ্ছাসেবকদল নেতা আওলাদ হুসেন, বাবরুল ইসলাম, ইদন আলী, রুপন আলী,আহাদ মিয়া,সেলিম মিয়া, জিল্লুল হক, বার্মিংহাম যুবদল নেতা মশিউর রহমান, রোমান আহমদ,জুনেদ মিয়া,জিয়া ইসলাম প্রমুখ ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বার্মিংহাম যুবদলের ধর্ম সম্পাদক মক্দ্দুস আলী.