
শাহরিয়ার মিল্টন | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ | প্রিন্ট
শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি শওকত সাঈদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অর্থ বানিজ্য এবং নানা অনিয়মের প্রতিকার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে বিদ্যালয়ের পাশে নয়াবিল বাজারের নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কে নয়াবিল ইউনিয়নের সর্বস্তরের জনগন ওই মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার নয়াবিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি শওকত সাঈদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম যোগসাজশ করে ম্যানেজিং কমিটির নির্বাচিত ৫ জন সদস্যকে উপেক্ষা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এতে নিজ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা না নিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে গোপনে শেরপুর জেলা শহরের ভিক্টোরিয়া একাডেমিতে নিয়োগ পরীক্ষা গ্রহনের আয়োজন করেন তারা। সেখানে ৫ জন ছাত্র অভিভাবক সদস্য সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, শাহীন আল মামুন, আমানত ও রয়না বেগম উপস্থিত হয়ে গোপন নিয়োগ পরীক্ষা, নিয়োগ বানিজ্য বন্ধের জন্য তাদেরকে বাঁধা দেন। বাঁধা দেয়ার পরও কমিটির সভাপতি শওকত সাঈদ ও ভারপ্রাপ্ত শিক্ষক আমিরুল ইসলাম নিয়োগ পরীক্ষা গ্রহন করেন।
তাদের নির্দেশে ম্যানেজিং কমিটির এই ৫ জন সদস্যকে পুলিশ দিয়ে সেখান থেকে অপমান করে বের করে দেয়া হয়। পরে কৌশলে সহকারী প্রধান শিক্ষক ও পরিচ্ছন্নতাকর্মী পদে ২ জনকে নিয়োগ দেন। এছাড়াও তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও রেজুলেশনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগও রয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই নিয়োগ বানিজ্যের বিচার দাবি করছি। তারা আরো বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি শওকত সাঈদ ও ভারপ্রাপ্ত শিক্ষক আমিরুল ইললাম লাখ লাখ টাকা গ্রহন করে অবৈধ পদ্ধতিতে অনিয়ম করে নিয়োগ প্রক্রিয়া করেছে। তাদের এই অনিয়ম দুর্নীতি বন্ধ না হলে আমরা আগামী দিনে আরো কঠিন কর্মসূচী ঘোষণা করবো।
এসময় বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য সাইফুর ইসলাম, শাহীন আলম, নুরুল ইসলাম, অভিভাবক আতাউর রহমান, রাশেদ খান ও ওয়াহেদ আলী প্রমুখ।
Posted ১৩:১২ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin