শুক্রবার ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে বর্ডার হাট স্থাপনে মতবিনিময় সভা

শাহরিয়ার মিল্টন   |   শুক্রবার, ২১ জুলাই ২০২৩ | প্রিন্ট

নালিতাবাড়ীতে বর্ডার হাট স্থাপনে মতবিনিময় সভা

শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী খলচান্দা গ্রামে প্রস্তাবিত বর্ডার হাট স্থাপন বিষয়ে স্থানীয় অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২১ জুলাই) বিকেলে উপজেলার বারমারী সেন্ট লিও নি¤œ মাধ্যমিক বিদ্যালয় কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, নাকুগাঁও স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম, বিজিবি বারমারী ক্যাম্প কমান্ডার সুবেদার রঞ্জন চন্দ্র সরকার, মধুটিলা রেঞ্জকর্মকর্তা রফিকুল ইসলাম, বারমারী খ্রিষ্টান মিশনের পালপুরোহিত রেভারেন্ট ফাদার তরুণ বনোয়ারী, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভানেত্রী বন্দনা চাম্বুগং, সাধারণ সম্পাদক তোতা মিয়া ও ইউপি সদস্য হযরত আলী। এতে মতামত দেন স্থানীয় খলচান্দা গ্রামের বাসিন্দা শ্রী রমেশ কোচ, বাধন কোচ ও শাহ আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, খলচান্দা গ্রামে বর্ডার হাট স্থাপনের জন্য গত ৫ এপ্রিল ভারত ও বাংলাদেশের জেলা প্রশাসন পর্যায়ের কর্মকর্তারা হাটের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন। এ গ্রামে বর্ডার হাট স্থাপন করা হলে স্থানীয় কোচ সম্প্রদায় ও এলাকার সর্ব স্তরের মানুষের জীবনমান, ব্যবসা বাণিজ্য ও রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন হবে। তাই তারা দ্রুত এই প্রস্তাবিত বর্ডার হাটের কার্যক্রম শুরু করার জন্য প্রশাসন ও উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোড় দাবী জানান।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৫৮ | শুক্রবার, ২১ জুলাই ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com

%d bloggers like this: